কম্পিউটারে স্ক্রিনশট নিন Animated আকারে gif format এ






এতদিন পিসির স্ক্রীনশর্ট নিয়েছেন ফটো আকারে আজকে দেখাব কিভাবে আপনি ভিডিও আকারা মানে গিফ এনিমেশন হিসাবে স্ক্রীনশর্ট নিবেন । এসো বন্ধুতে আপনি নিয়মিত ভিজিটর হলে দেখে থাকবেন আমি কিছু ডেমো দেওয়ার সময় গিফ এনিমেশন ফটো ব্যবহার করি আসলে এটা আমি আজকের এই সফটওয়্যার দিয়েই করি । এটা সত্যি দারুন এর আগেও এটা নিয়ে আমি কয়েকবার পোস্ট করেছি আজকে এর নতুন ভার্সন নিয়ে এলাম GifCam 4.5 এর সাইজ খুব খুব ছোট মাত্র ৬৮৬ কেবি এবং সব থেকে মজার বিষয় হল এটা পিসিতে ইন্সটল করতে হয় না এটা পোর্টবেল ভার্সন ডাউনলোড করুন এবং ব্যবহার করুন , তাহলে দেরি না করে নিচে থেকে ডাউনলোড করে ব্যবহার শুরু করুন ।

gifcam

কি কি থাকছে সফটওয়্যারের সঙ্গে :


  • লাস্ট আপডেট ডেট - ১২ / ০৭ / ২০১৪ । 
  • সফটওয়্যার সাইজ মাত্র - ৬৮৩ কেবি । 
  • সফটওয়্যার সম্পূর্ণ ফ্রী ডাউনলোড এবং ব্যবহার এর সুবিধা । 
  • সফটওয়্যার পোর্টবেল ভার্সনের সুবিদা । 
  • কোন রকম কনভার্ট ছাড়াই এনিমেশন করার সুবিদা ।
  • অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - https://blog.bahraniapps.com/gifcam/ 
  • এটা উইন্ডোজের - Windows 8, 7, Vista , XP তে সাপোর্ট করবে ।




গিফক্যাম ৪.৫ - সাইজ - ৬৮৩ কেবি ডাউনলোড

মিডিয়া ফাইর লিঙ্ক 


অফিসিয়াল লিঙ্ক



কিভাবে ব্যবহার করবেন সফটওয়্যার :

আমার মনে এই সফটওয়্যারের মতো এতো সহজ ব্যবহার খুব কম সফটওয়্যার আছে । উপর থেকে সফটওয়্যার ডাউনলোড করে সোজা ওপেন করুন , আগেই বলেছি এতি পোর্টবেল তাই ইন্সটল করার দরকার নেই । তারপর কোন স্থানের এনিমেশন স্ক্রীনশর্ট নিবেন সেই পর্যন্ত সিলেক্ট করুন তারপর Rec বাটনে পাসে ক্লিক করে কি ধরনের স্ক্রীনশর্ট নিতে চান সেটা সিলেক্ট করুন তারপর Rec বাটনে ক্লিক করুন স্ক্রীনশর্ট হয়েগেলে Stop বাটনে ক্লিক করুন Save এ ক্লিক করে সেভ করেনিন । তার আগে আপনি ইছে করলে স্ক্রীনশর্ট টিকে একটু সাজিয়ে নিতে পারেন এর জন্য আপনি Frame , Edit বাটন ব্যবহার করুন ।

gifcam-video-screenshot-software

Allahafez.....

ইন্টারনেট ছাড়াই ব্যবহার করুন Google translate

বন্ধুরা আশাকরি আপনারা Google translate এর নাম শুনেছেন। বর্তমান সময়ে গুগল ট্র্যান্সলেট এর নাম শোনেনি এমন ইন্টারনেট ব্যবহার কারি খুব কম আছে। আপনি কোন কিছু ইংরেজি থেকে বাংলা মানে জানতে চাইলেই প্রথমে গুগল  translate কে ব্যবহার করেন তাই তো। যাই হোক কিন্তু এর সব থেকে বড় সমস্যা আপনি চাইলেও এটা ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি আপনি Android মোবাইল ব্যবহার করেন তাহলে খুব সহজে কোন রকম ইন্টারনেট ছাড়া এই google translate কে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক।





ইন্টারনেট ছাড়াই Google translate কিভাবে ব্যবহার করবেন ?


 ইন্টারনেট ছাড়াই Google translate ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে play.google.com এ গিয়ে "google translate" অ্যাপ টি ফ্রীতে আপনার মোবাইল ডিভাইসে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার পর আপনি অ্যাপকে ওপেন করবেন। বাকি নিছের স্টেপ দেখুন।

১। অ্যাপ ইন্সটল করে ওপেন করুন এখুন ওপেন করার পর ভাষা সিলেক্ট করুন ভাষা সিলেক্ট করার সময় লক্ষ করুন ভাষা এর পাশে বাটন বাটন দেখা যাচ্ছে এখুন আপনি যে ভাষা বিনা ইন্টারনেটে দেখতে চান সেটা কে ডাউনলোড করে নিন।


without-internet-google-translate

উপরের ডাউনলোড বাটনে ক্লিক করলে নিচের মত একটা বক্স আসবে সেখান থেকে Download এ ক্লিক করুন দেখুন খুব বেশি হলে ২০-৩০ এমবি মত ফাইল হবে। এবার এই ফাইল ডাউনলোড হলে আপনি অই ভাষা ইন্টারনেট ছাড়াই translate করতে পারবেন।


without-internet-google-translate


নোটঃ কিন্তু বাংলা ভাষার জন্য মনে হয় এখুনও আপডেট আসেনি ডাউনলোড বাটন দেখা যাচ্ছে না। তাই আমাদের জন্য এখুন এটা একটু সমস্যা হবে কিন্তু যে রাখুন পরে যদি আপডেট হয় তাহলে আপনার কাজে আসবে। কিন্তু আপনিও চেক করেন আপনার হয়ত ডাউনলোড অপশন আসতে পারে।

ব্লগারে নতুন গুগল সাইট ম্যাপ সাবমিট করুন সঙ্গে ইনডেক্স সমস্যার সমাধান

https://yoursite.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
নতুন গুগল সাইট ম্যাপ সাবমিট সঙ্গে ব্লগার ব্লগের পোস্ট ইনডেক্স সমস্যার সমাধান করুন। কিছু দিন আগে গুগল তাদের নতুন আপডেট করেছে তাই প্রায় সব সাইটের পোস্ট গুগল ইনডেক্স হওয়া বন্ধ হয়েগেছে । এটা আমিও লক্ষ করি তবে জানতাম না কিভাবে কি করবো বা এর সমাধান বা কি তবে এক বন্ধু সমাধান দিল তবে এটা আমার সেরকম কেন সমস্যা করেনি কারন আমি আগে থেকেই নতুন সাইট ব্যবহার করছি তাই শুধু মাত্র সেটকে রিসাবমিট করেছি তাতেই আমার সমস্যার সমাধান হয়েগেছে। চিন্তা নেই নিচের টিপস সম্পূর্ণ পড়ুন আপনার সমস্যার সমাধানও হয়ে যাবে।
গুগল জানুয়ারি ২০১৫ তে তাদের নতুন ব্লগার / ব্লগস্পট সাইট ম্যাপ নিয়ে আসে যেটা দেখতে ঠিক এই রকম yourblog.blogspot.com/sitemap.xml । তাহলে আমারা আগে যে সাইট ম্যাপ ব্যবহার করতাম বা এখুনও ব্যাবহার করছি সেটি রিমুভ করে এই নতুন সাইট ম্যাপ অ্যাড করবো আর যদি আগে থেকে এই নতুন sitemap.xml ব্যবহার করে থাকি তাহলে সেই সাইট ম্যাপ টিকে শুধু মাত্র রিসাবমিট করে দিব তাহলেই ইনডেক্স সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক।


ব্লগারে নতুন গুগল সাইট ম্যাপ সাবমিট করুন সঙ্গে ইনডেক্স সমস্যার সমাধান 

প্রথমে আপনি Google Webmasters Tool যান এবং আপনার ইমেল দিয়ে লগইন করুন। এখুন যে সাইটে নতুন এই সাইট ম্যাপ সাবমিট করতে চান বা আগে থেকে ব্যবহার কতলে রিসাবমিট করতে চান সেই সাইটে ক্লিক করুন এবং ড্যাশবোর্ডে প্রবেশ করুন। 
এবার বাম পাশ থেকে Crawl অপশনে ক্লিক করুন এবং নিচে দেখুন Sitemaps অপশন আছে তাতে ক্লিক করুন ডান পাশ থেকে ADD/TEST SITEMAP বাটনে ক্লিক করুন এবং সেখানে শুধু মাত্র ফাকা ঘরে নিচের মত করে sitemap.xml এটা বসিয়ে দেন। 
new-sitemaps-google-webmasters-tool
এখুন Submit Sitemap এ ক্লিক করুন একটি পেজ আসবে সেখান থেকে রিফ্রেশ করুন ব্যাস হয়েগেল আপনার কাজ শেষ এখুন আপনি খুব বেশি ৭ দিন অপেক্ষা করুন তার আগেই ফল পেয়ে যাবেন। 

নতুন সাইট ম্যাপ আগে থেকে সাবমিট থাকলে কিভাবে রিসাবমিট করবেন ?

Crawl অপশন থেকে Sitemaps এ আসুন এবং নিচে দেখুন আপনি সাইট ম্যাপ দেখতে পাবেন সেখান থেকে শুধু ঠিক দিয়ে উপরের Resubmit বাটনে ক্লিক করুন। 


google-webmaster-sitemap-resubmit


ব্যাস একি ভাবে কয়েক দিন অপেক্ষা করুন আসতে আসতে সব ঠিক হয়ে যাবে। 

আপনার ব্লগকে SEO করুন


          
আজকে আমি আপনাদের জন্য যে পোস্ট টি শেয়ার করতে যাছি সেটি প্রত্যেক টি ব্লগার ব্যবহার কারির কাছে খুব দরকারি একটা জিনিস । SEO / Search Engine Optimizatio হল ব্লগ বা ওয়েবসাইটে ভিজিটর পাবার এক অনন্য উপায় । বিভিন্নি পাঠকরা তাদের দরকারি বিভিন্ন বিষয় বিভিন্ন সার্চ ইঞ্জিন এ সার্চ করে আর আপনার ব্লগের SEO  যত ভাল হবে তার উপর নির্ভর করবে আপনার ব্লগ ভিজিটর এর সংখ্যা । তাই আজকে আপনার জন্য নিয়ে এলাম কিছু অসাধারন SEO উপযোগী Meta tag তাহলে দেরি না করে দেখে নিন ।
  • দেখে নিন কি কি থাকছে ঃ 
  1. Meta Tag Optimization
  2. Meta Description Optimization
  3. Search Result Optimization
  4. Blog Label Optimization
  5. Blog Achieve Optimization
  6. Blog Label Optimization
  7. 404 Error Optimization
* উপরের ৭টি ট্যাগ এক সঙ্গে করা আছে তাই এটি কে এক সঙ্গে যুক্ত করে নিতে হবে কিভাবে যুক্ত করবেন নীচে বিস্তারিত দেখে নিন  ঃ 
  • আপনার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন > তারপর Edit HTML এ ক্লিক করুন > এবার Ctrl + F প্রেস করে নীচের কোড টি সার্চ করুন । 
<Head>



  • এবার উপরের কোড টি খুজে পেলে ঠিক তার পরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 
<!--SEO Pack-2018 by www.zorextune.ml-->
<!-- Meta Title Page Error/404 -->
<b:if cond='data:blog.pageType == "error_page"'>
<title> 404: The Page You are looking for is lost | Blog Name </title >
</b:if>
<b:if cond='data:blog.pageType != "item"'>
<!-- Meta Search Page Title -->
<b:if cond ='data:the blog.searchQuery'>
Search keywords to <title> :: <data:blog.searchQuery/> :: | Blog Name </title>
</b:if>
<b:if cond = 'data: the blog.pageType == "archive" '>
<!-- Meta Title Archive Page -->
<title> <data:blog.pageName/> Month Article Archive | Blog Name </title>
<!-- Meta Descriptin Archive Page -->
<meta expr:content ='" Article Archives Month" + Data: + blog.pageName " For more please visit Blog Name"' name =' description '/>
<b:else/>
<b:if cond = 'data: the blog.pageType == "static_page" '>
<!-- Meta Title Pages Pages -->
<title> <data:blog.pageName/> | Blog Name </title>
<!-- Meta Description Pages Pages -->
<meta expr:content='data: the blog.pageName + ". Please read the article "Data +: + blog.pageName" More on Blog Name"' name ='description'/>
<b:else/>
<!-- Meta Title Label Page -->
<b:if cond = 'Data: blog.searchLabel'>
<title> Search on Label :: <data:blog.pageName/> :: | Blog Name </title>
<!-- Meta Description Tags Page -->
<meta expr:content=' "Search in category ::" + Data: + blog.pageName ":: To learn more please visit Blog Name"' name ='description'/>
<b:else/>
<!-- Meta Title Home -->
<title> <data:blog.pageTitle/> </title>
<!-- Meta Description Main page -->
<meta expr:content='data: the blog.pageTitle + " Write your blog description here "' name ='description'/>
</b:if>
</b:if>
</b:if>
<!-- Meta Keyword Home -->
<meta content='keyword1, keyword2' name='keywords'/>
<b:else/>
<!-- Meta Title Page Post -->
<title><data:blog.pageName/> - Blog Name</title>
<!-- Meta Description Page Post active -->
<b:if cond='data:blog.metaDescription'>
<meta expr:content='data:blog.metaDescription' itemprop='description'/>
<b:else/>
<!-- Show if Meta Description inactive post page -->
<metaexpr: content = 'data: the blog.pageName + ".Please read the article "Data +: + blog.pageName" More on Blog Name"' name='description'/>
</b:if>
<!-- Meta Keyword Page post -->
<meta expr:content='Data: blog.pageName+", Write your keywords here"' name ='keywords' />
</b:if>






  •  এবার একটু এডিট করে নিতে হবে । 
  1. Blog Name এ জাইগাই ব্লগ এর নাম লিখুন । 
  2. Write your blog description here এটি কে মুছে সেখানে আপনার ব্লগ সম্পর্কে কিছু কথা লিখুন । মানে আপ[নার ব্লগটি কি ধরনের ( যেমন  ঃ blogging tips and news, blogger trick, tips, template, blogger template, adsense, computer software ) 
  3. Write your keywords here এটিকে মুছে সেখানে আপনার ব্লগ এর কিওয়ার্ড দিন । 

  • এবার Save template এ ক্লিক করে আপনার Template সেভ করে নিন । আপাত এই পর্যন্ত আপনাকে আর কিছু করতে হবে না এবার যা করার ব্লর আর সার্চ ইঞ্জিন সব করবে । 




ব্লগকে সার্চ ইঞ্জিন গুলোর (যেমনঃ Google, Yahoo, Bing ইত্যাদি) কাছে ফ্রেন্ডলি করতে আমাদের কি করার আছে? ব্লগার.কম নিজে নিজে SEO এর জন্যে কিছু কাজ করে থাকে। যার ফলে এই কাজটি আমাদের পক্ষে আরও সহজ হয়। কিন্তু আরও কিছু কাজ আছে যা আমাদের সাইটিকে সার্চ ইঞ্জিনের কাছে অধিকতর ফ্রেন্ডলি করবে। তাহলে এবার জেনে নিন কিভাবে আপনার ব্লগার.কম এর ব্লগকে SEO উপযোগী করবেন।
  1. Custom Meta Tag Title যুক্ত করুন ঃ যদি আমরা সার্চ ইঞ্জিন উপযোগী ব্লগ বানাতে চাই তাহলে আমাদের কাস্টম মেটা ট্যাগ টাইটেল (Custom Meta Tag Title) বসানো প্রয়োজন। Search Engine Optimization এর নিয়ম অনুযায়ী টেম্পলেট কোডে ব্লগ টাইটেলের পূর্বে থাকে Post Title বা Page Title । কিন্তু ব্লগার.কম এ সকল টেম্পলেট থাকে এর সবগুলোতে Post Title বা Page Title Blog Title এর পরে থাকে। এটি ব্রাউজারে দেখতে নিচের ছবির মতো হয়।

অনেক ব্লগার টেম্পলেট আছে যে গুলোতে কাস্টম মেটা ট্যাগ ব্যবহার করা হয় না। এগুলোতে ব্লগার.কম এর মেটা ট্যাগ ব্যবহার করা হয়। প্রথমে এটি পরিবমর্তন করে নিতে হবে। এজন্য www.blogger.com এ ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার ব্লগারের ড্যাশবোর্ড থেকে Design > Edit HTML এ যান। স্ক্রল করে নিচের দিকে যান এবং নিচের মেটা ট্যাগটি খুঁজে বের করুন।

<title><data:blog.pageTitle/></title>
 
ট্যাগটি মুছে ফেলুন এবং নিচের কোড গুলো লিখে দিন
 
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<title><data:blog.pageName/> - <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>
  1. মেটা কিওয়ার্ড (Meta Keywords) যুক্ত করুন ঃ ১৯৯৫ সালের দিকে Keywords এর গুনবাচক প্রভার গুলো সার্চ ইঞ্জিন গুলো (যেমনঃ- Info seek এবং AltaVista ) এর কাছে খুব জনপ্রিয় ছিল। এবং এই জনপ্রিয়তা খুব দ্রুত বেড়ে যায়। প্রায় সকল টেম্পলেটে মেটা কিওয়ার্ড (Meta Keywords) থাকে না। এজন্য আমাদের ব্লগে  কিছু মেটা কিওয়ার্ড (Meta Keywords) যুক্ত করতে হবে।
      <meta content='Type your keywords. Use comma (,) to separate     between one keyword and anothers' name='keywords'/>

উপরের কোডটি ব্লগার টেম্পলেটের <head> ট্যাগের নিচে বসিয়ে দিন। কিন্তু আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে ভুল কিওয়ার্ড বা মিথ্যা কিওয়ার্ড যা আপনার সাইটের কনটেন্ট এর সাথে মিণ নেই এধরণের কিওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। অনেকে অনেক বেশি ট্রাফিক পাবার আশায় সাইটে হাই ট্রাফিক কিওয়ার্ড (যেমন ঃ Porn Site, Free Porn Site ইত্যাদি ) সার্চ ইঞ্জিন গুলো দেখে যে এটি Spam ছাড়া কিছু নয়। এজন্য সর্বসেরা সার্চ ইঞ্জিন বর্তমানে কিওয়ার্ড এড়িয়ে চলে।
  1. মেটা ডিসক্রিপশন (Meta Description) যুক্ত করুন ঃ মেটা ডিসক্রিপশনে ওয়েব পেজের বর্ণনা থাকে। এখানে ওয়েব পেজের অথর বা ওয়েব মাস্টারগণ তার ওয়েব পেজ সম্পর্কিত কিছু অর্থবোধক বর্ণনা দেন যা সার্চ ইঞ্জিন গুলো স্ব্যংক্রিয়ভাবে পেজ কনটেন্ট এর উপর নিজস্ব বর্ণনা তৈরি করে। এর কোডটি হবে এরকম এবং এটি মেটা কিওয়ার্ড (Meta Keywords) এর নিচে বসিয়ে দিন।
<meta content='Your blog description here' name='description'/>
এবং এটি সার্চ ইঞ্জিনের রেজাল্টে নিচের ছবির মতো দেখায়-
  1. Meta Robots যুক্ত করুন ঃ প্রতিটি সার্চ ইঞ্জিন এই মেটা রোবট ট্যাগটিকে সমর্থন করে। মেটা রোবটের ট্যাগটি হবে এ রকম-
      <meta content='NOODP' name='ROBOTS'/>
      <meta content='INDEX, FOLLOW' name='ROBOTS'/>

সাইটে এই ট্যাগটি যুক্ত করলে সাইটটের কনটেন্ট গুলো সার্চ ইঞ্জিনের রোবট/বটের দৃষ্টি গোচর হয়। ফলে খুব সহজেই সাইজের পেজ ইনডেক্স হয়।
  1. Meta Tag Validation যুক্ত করুন ঃ আমরা যখন একটি ব্লগ বা ওয়েব সাইট তৈরি করবো তখন একটি গুরুত্বপুর্ণ কাজ করতে হয় এ কাজটি হলো সার্চ ইঞ্জিনে সাইট ম্যাপ সাবমিট করা। সার্চ ইঞ্জিন গুলোর ওয়েব মাস্টার টুল (যেমনঃ Google webmasters Tool, Yahoo Site Explorer, MSN/Bing) ব্যবহার করে এ কাজটি করা যায়। এখানে ভেরিফাই করা পর ভেরিফিকেশন কোড দেয় যা সাইটে যুক্ত করতে হয়।
সবগুলো কোড একত্র করলে দেখতে নিচের মতো হবে-

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<title><data:blog.pageName/> - <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
<meta content='blogging tips and news, blogger trick, tips, template, blogger template, adsense, computer software, blogger tutorial, lifestyle, gadget' name='keywords'/>
<meta content='place to share a clearly trick and tips all of about blogger' name='description'/>
<meta content='Google_Verification_Code' name='verify-v1'/>
<meta content='MSN Validation Code' name='msvalidate.01'/>
<META content='Yahoo Validation Code' name='y_key'/>
<meta content='NOODP' name='ROBOTS'/>
<meta content='INDEX, FOLLOW' name='ROBOTS'/>

এই কোড গুলো টেম্পলেটের <head> ট্যাগের নিচে লিখে সেভ করুন। ব্যস আপনার কাজ আপাতত শেষ। এখন যা করার সার্চ ইঞ্জিন করবে। আপনি থাকুন নিশ্চিন্তে।

মোবাইলে দূর থেকে অ্যাপ ইন্সটল করুন


আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শিখাব যে কিভাবে বন্ধু বা প্রেমিকা যাই বলি তার মোবাইলে কিভাবে হাত না দিয়েই অ্যাপ ইন্সটল দিবেন  এবং এর জন্য আপনাকে আপনার বন্ধুর ইমেইল এড্রেস লাগবে  তাহলেই okkk
প্রথমেই আপনি আপনার ফোনের Google Play Store Disabled করে দিবেন।
অ্যাপটি DISABLE করার পর আপনি আপনার ফোনের যেকোনো Browser এ চলে জান।
এখন আপনার বন্ধুর জিমেইল একাউন্ট আপনার মোবাইলে লগিন করে নিন

Request Desktop Site করে নিন 




এরপর আপনার বন্ধুর মোবাইল মডেল চলে আসবে Install করে কোনো অ্যাপ ডাওনলোড করুন তারপর দেখবেন এই অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল না হয়ে আপনার বন্ধুর ফোনে ইন্সটল হবে, তবে হ্যা আপনাকে আপনার বন্ধুর ফোনে ডাটা কানেকশন দিতে হবে না হলে যখন ডাটা দিবেন দেখবেন অ্যাপ ইন্সটল হচ্ছে




দেখে নিন কি করে ডাটাবেস থেকে এডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়




সকলকে অনেক শুভেচ্ছা ও ভালবাসা। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবছি এই বিষয় নিয়ে একটা পোস্ট লিখবো। কারন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি। কোন কারনে আপনার এডমিন প্যানেল এর ইউজারনেম এবং পাসওয়ার্ড যদি ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে তো সব শেষ। যারা জানেন ভালো তবে যারা জানেন না তাদের জন্য বলি আপনার খুব সহজেই এডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনার ডাটাবেস থেকে। অনেকে ভয় পান ডাটাবেস এ হাত দিতে। তবে ভয় পাওয়ার কোন কারন নেই আজকে আপনাদের ছবি সহ ভালো করে বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল প্যানেল এ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুণ। এখন আপনার কন্ট্রোল প্যানেল থেকে নিছের ছবির মতো phpMyadmin সিলেক্ট করুণ।


এখন বাম দিক থেকে আপনার সাইট এর যে ডাটাবেস সেটি সিলেক্ট করুণ। যদি মনে না থাকে এবং অনেকেগুলো ডাটাবেস থাকে তাহলে আপনার সাইট এর wp-config.php ফাইল এ দেখেন ডাটাবেস এবং ইউজার নেম অ্যাড করা আছে। মনে করেন আপনার সাইট এর ডাটাবেস এর নাম wp. তাহলে নিছের ছবির মতো wp তে ক্লিক করুণ। এবং ওপেন হওয়ার পর wp_users এ ক্লিক করুণ।


এখন আপনি নিছের ছবির মতো যে অ্যাকাউন্ট এডিট করতে চান সেটার বাম পাশে Edit এ ক্লিক করুণ। এখানে একটা অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার সাইট যদি অনেক অ্যাকাউন্ট থাকে তাহলে ইউজারনেম দেখে বুঝতে হবে কোন অ্যাকাউন্ট এডিট করবেন।


এখন নিছের ছবিতে ভালো করে দেখুন। আপনি কি পরি বরতন করতে চান। যদি ইউজার নেম পরিবর্তন করতে চান তাহলে Admin এর জায়গায় আপনার কাঙ্খিত নাম দিন এবং যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে বড় গোল দাগ দেয়া জায়গার লেখা গুলো কেটে দিয়ে পাসওয়ার্ড দিন তবে হ্যাঁ অবশ্যই বাম দিকে গোল দেয়া জায়গার মতো ড্রপডাউন থেকে MD5 সিলেক্ট করুণ। তবে MD5 শুধু পাসওয়ার্ড সিলেক্ট করবেন ইউজার নেম এর জন্য নয়। MD5 কি এটা নিয়ে পড়ে কোন একদিন পোস্ট করবো।

এরপর GO বাটন এ ক্লিক করুণ দেখবেন আপনার পাসওয়ার্ড বা ইউজার নেম পরিবর্তন হয়ে গেছে।








ব্লগ থেকে গুগল এডসেন্সে এপ্লাই করার নিয়ম।







একসময় খুব সহজে পাওয়া  যেত গুগল  এডসেন্সে একটি একাউন্ট ।  কিন্তু এখন আর খুব সহজে পাওয়া যায়না,  গুগল এডসেন্সে একাউন্ট পেতে আপনাকে  আপনার ওয়েবসাইট সয়ংসম্পূর্ণ করতে হবে । আপনার ওয়েবসাইট এ কমপক্ষে ৫টি মেনু থাকতে হবে এবং প্রত্যেকটি মেনুতে নুন্যতম ৭/৮টি আর্টিকেল থাকতে হবে । আর আপনি যদি ব্লগস্পট থেকে এডসেন্সে একটি একাউন্ট পেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ এর ভিতর থেকে গুগল এডসেন্সে এপ্লাই করতে হবে। কিভাবে করবেন তা নিচে দেখানো হলো। প্রথমে আপনার ব্লগ এ সাইন ইন করুন  তারপর আপনার  ব্লগ এর Go to post list আইকন এ ক্লিক করুন  । 

Earning অপশন সিলেক্ট করুন
Switch  Adsense Account  এ ক্লিক করুন
Create a new Adsense Account tab এ Create account এ ক্লিক করুন
Create an adsense account এ Account type : Individual  সিলেক্ট করুন  এবং  Country or territory : Bangladesh সিলেক্ট করুন
তারপর Contact Information দিন,  এখানে Payee name এ আপনার নাম দিন, আর তা যেন অবশ্যই  Bank Account এর সাথে মিল থাকে ।  Bank Account না থাকলে আপনার রিয়াল নাম দিন, ওই নামে পরে Bank Account একাউন্ট করে নিবেন । আর আপনার ঠিকানা অবশ্যই আসল ঠিকানা দিবেন । কেননা গুগল আপনার ওই ঠিকানায় চিঠি পাঠাবে এবং আপনাকে ভেরিফাই করবে ।
সর্বশেষে আপনার মোবাইল নাম্বার দিন এবং Policies এর সকল অপশন এ টিক দিয়ে Submit  Information এ ক্লিক দিন ।
আপনি চাইলে Continue করার আগে আপনার তথ্য আরেকবার সম্পাদন করতে পারবেন । এজন্য Edit Account Information এ ক্লিক করতে হবে, আর সম্পাদন করতে না চাইলে Continue তে ক্লিক দিন  ।  দু / তিন দিনের মধ্যে একটা মেসেজ পাবেন, তারপর ১ সপ্তাহ কিংবা ১ মাস কিংবা তার কম সময়ের মধ্যে আরেকটি Confirmation Email আসবে, যাতে সকল terms and condition এ I agree দিয়ে submit করলেই কাজ শেষ । ব্যাস হয়ে গেল আপনার গুগল এডসেন্সে একাউন্ট  ।আপনার  গুগল এডসেন্সে একাউন্ট একটিভ হয়ে গেলে আপনার account এ যখন সাইন ইন করবেন,   Google Adsense একাউন্ট এর Home Page এভাবে দেখতে পাবেন   । এখান থেকে ad নিয়ে আপনার সাইটে  দিবেন, আর আপনার site visit হলে এবং  ad এ ক্লিক পড়লেই আপনার ইনকাম হবে আর তা Google Adsense এর Home Page এ আসলে দেখতে পাবেন  । নির্ধারিত সময় পর  Google আপনাকে চেক পাঠাবে  ।
ভালো থাকবেন সবাই  ।  ধন্যবাদ  ।  শুভ কামনা রইলো সবার জন্য  ।